ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ইউরোপা লিগে দারুণ অগ্রগামিতায় সেমিতে আর্সেনাল  

প্রকাশিত : ০৯:৩৬, ১৯ এপ্রিল ২০১৯

ইউরোপা লিগের শেষ আটের ফিরতি পর্বেও জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ফলে দুই লেগ মিলিয়ে দারুণ অগ্রগামিতায় লিগের সেমি ফাইনালে উঠেছে উনাই এমিরির শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে নাপোলির মাঠে ১-০ গোলে জিতেছে গানাররা। এর আগে এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোল ব্যবধানে জয় তুলে নিয়েছিল ইংলিশরা। ফলে দুই লেগ মিলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

স্তাদিও সান পাওলো স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের উপর দিয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত।

বিরতির পরও ম্যাচে ফিরতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ফলে হারের স্বাদ নিয়েই বিদায় নিতে হয়েছে ইউরোপা লিগের শেষ আট থেকে। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল পার্তেনোপেইদের।

ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের দল ভালেন্সিয়ার মুখোমুখি আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে ভালেন্সিয়া। আগামী ৩ মে মাঠে গড়াবে ম্যাচটি।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি